Solution
Correct Answer: Option A
যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালি কণা থাকে তাকে বেলে মাটি বলে । মরুভূমি , চরাঞ্চল ও সমুদ্র উপকুলে বেলে মাটি দেখা যায় । বেলে মাটির কনাগুলু বড় বড় । এই মাটির পানি ধারণ ক্ষমতা কম ।মাটির ছিদ্র বেশি হবার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং অধিক পরিমাণে বায়ু চলাচল করে । এতে জৈব পদার্থ নেই । বেলে মাটি কৃষিকাজে উপযোগী নয় । বালির কণা মিহি হলে এবং মাটিতে প্রচুর গোবর , কম্পোসট ,সবুজ সার ইত্যাদি প্রয়োগ করলে চিনা , কাউন ,ফুটি ,তরমুক ,আলু প্রভৃতি চাষ করা যায়