নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?

A কয়লা

B বায়োগ্যাস

C প্রাকৃতিক গ্যাস

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

কোটি কোটি বছর আগে গাছগাছড়া , জীবজন্তু ইত্যাদি ভুমিকম্পনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফেল ভূ - অভ্যন্তরে চাপা পড়ে যায় এবং ভূ -অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভূ -অভ্যন্তরে অবস্থান করে । বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয় ,কারণ এটি গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions