কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-
A শনিবার রাত্রি ১০টা
B শনিবার দুপুর ৪টা
C শুক্রবার রাত্রি ১০টা
D শনিবার ভোর ৪টা
Solution
Correct Answer: Option A
আমরা জানি , কোন স্থান থেকে পূর্ব দিকে গেলে ১⁰=৪ মিনিট যোগ হয় ।
∴ ১৮০⁰ =(৪× ১৮০)
=৭২০ মিনিট
=(৭২০÷৬০) [৬০ মিনিত=১ ঘণ্টা]
=১২ ঘণ্টা
∴ শনিবার সকাল ১০ টার সাথে ১২ ঘণ্টা যোগ করলে শনিবার রাত ১০ টা হবে