১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?

A আরবীয়দের

B মিশরীয়দের

C দারিয়ুসের

D ক্যাম্বসেসের

Solution

Correct Answer: Option B

১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনাটি মিশরীয়দের । মিশরীয়রা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন । স্থাপত্য ক্ষেত্রে অন্যতম অবদান পিরামিড ,ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে স্ফিংস্মুরতি । কারুশিল্পের মধ্যে কম্বল , পরদা ,কুশন ইত্যাদি । নগর সভ্যতার বিকাশের শুরুতে মিশরীয়রা লিখন পদ্ধতির উদ্ভাবন করেছেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions