Solution
Correct Answer: Option A
- গোবিন্দদাসের কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি।
- তিনি বিদ্যাপতির জন্মভূমি বিসফিগ্রাম ভ্রমণ ও তাঁর কবিতা সংগ্রহ করেন এবং তাঁর অনুসরণে ব্রজবুলি ভাষায় উত্তম পদ রচনা করেন।
- বিশেষত রাধার অভিসারের পদ রচনায় তাঁর সমকক্ষ কেউ ছিল না।
- ‘শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা’, ‘মন্দির বাহির কঠিন কপাট’, ‘কণ্টক গাড়ি কমল সম পদতল’, ‘মেঘ যামিনী চলিল কামিনী’ প্রভৃতি বহুল প্রচলিত অভিসারের পদ আজও উচ্চশিক্ষার পাঠ্য তালিকাভুক্ত।