একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?

A ১৪৫°

B ১৫০°

C ১৫৫°

D ১৬০°

Solution

Correct Answer: Option C

১২ হতে ৫ টা পর্যন্ত=১৫০° কোণ
 (কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় কাটা ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে)
আমরা জানি,ঘন্টার কাটা প্রতি মিনিটের জন্য (১/২)° কোণ উৎপন্ন করে
 তাহলে ৫ ঘন্টার ১০ মিনিটের জন্য ১০ ×০.৫=৫° কোণ উৎপন্ন হবে।
 সুতরাং ৫ টা ১০ মিনিটের জন্য মোট উতপন্ন কোণের পরিমাণ =১৫০°+৫°=১৫৫°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions