কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?

A বখতিয়ার খলজি

B সম্রাট শাহজাহান

C হুসেন শাহ

D সম্রাট বাবর

Solution

Correct Answer: Option C

- হাবসি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন ।
- সুলতান হয়ে তিনি 'আলাউদ্দিন হুসেন শাহ্‌' উপাধি গ্রহণ করেন ।
- বাংলার স্বাধীন সুলতানদের মহদজে হুসেন শাহি আমল ছিল সবচেয়ে গৌরবময় ।
- সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্‌ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ।
- তাঁর ২৬ বছরের শাসনকালে বাংলায় জ্ঞান -বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল।
- এজন্য তাঁর শাসনকালকে বাংলায় মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions