‘সংকল্প’ সাময়িক পত্রিকাটির সম্পাদক ছিলেন -

A কাজী আবদুল ওদুদ

B মঈনুল হোসেন

C তোফাজ্জল হোসেন

D সিরাজ হোসেন

Solution

Correct Answer: Option A

- প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ ছিলেন মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব।
- আধুনিক বাংলা সাহিত্যধারায় তাঁর প্রধান পরিচয় চিন্তাশীল লেখক হিসেবে।
- তিনি ছিলেন ১৯২৬ সালে প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা।
- সাহিত্য সমাজের ‘শিখা (১৯২৭) পত্রিকায় লেখার জন্য নওয়াব পরিবার কর্তৃক নিগৃহীত হন এবং ঢাকা ত্যাগ করে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন।
- সাময়িক পত্রিকা 'সংকল্প' এর সম্পাদক ছিলেন তিনি। 
- সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

তাঁর রচিত উপন্যাস:
- ‘নদীবক্ষে' (১৯১৮)
- ‘আজাদ' (১৯৪৮)।

প্রবন্ধ:
- ‘শাশ্বতবঙ্গ' (১৯৫১),
- ‘বাঙালার জাগরণ' (১৯৫৬),
- ‘সমাজ ও সাহিত্য' (১৯৩৪),
- 'হিন্দু- মুসলমানের বিরোধ;

নাটক:
- ‘পথ ও বিপথ’,
- ‘মানব বন্ধু ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions