বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন কে?
A নবাব আলীবর্দী খান
B ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
C নবাব সিরাজউদ্দৌলা
D ফখরুদ্দীন মোবারক শাহ
Solution
Correct Answer: Option D
বাংলায় 'স্বাধীন সুলতানী' শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মোবারক শাহ। তার শাসনাধীন এলাকা বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিলো। ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী ছিল সোনারগাঁও।