সম্পর্কিতঃক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
ক্ষমার অযোগ্য = ক্ষমার্য।
চাকরির পরীক্ষায় আসা কিছু বাক্য সংকোচনঃ
যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য
বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)
মকমক হলো -- ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)
অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যান ব্যাংক ১৮)
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)
অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)
বিশ্বজনের হিতকর -- বিশ্বজনীন (প্রবাসী কল্যান -১৭)
যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)
টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)
যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)
ব্যতিক্রম কিছু এক কথায় প্রকাশ :
" যেরূপ ইচ্ছা" __ যদৃচ্ছা
" জানবার ইচ্ছা " ___ জিজ্ঞাসা
" আনন্দজনক ধ্বনি " ____ নন্দিঘোষ
" রমণের ইচ্ছা " ___ রিরংসা
" ত্রাণ লাভ করার ইচ্ছা " ___ তিতীর্ষা