রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি.। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা?

A ৫৫

B ৪৭

C ৪২

D ৪৯

Solution

Correct Answer: Option B

বাসটি ৭ ঘন্টায় ২৮২ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
পথে ১ ঘন্টা যাত্রা বিরতি বাদ দিলে বাসটি ৭-১ = ৬ ঘন্টা সড়কপথে ছিল।
সুতরাং, বাসটির গড় গতিবেগ হলো = (মোট অতিক্রান্ত পথ/সময়)
= ২৮২/৬
= ৪৭ কিলোমিটার/ঘন্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions