Solution
Correct Answer: Option C
খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর : বিভিন্ন ধরণের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারন করে, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলী ও ডালিয়ার গুচ্ছিত কন্দ মূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিত ভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারন করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ।
কন্দাল মূল :অস্থানিক মূল কখনও অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা- মিষ্টি আলু।