'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এ বাক্যে ‘কিন্তু’ হলো -

A অনুকার অব্যয়

B সংকোচক অব্যয়

C সংযোজক অব্যয়

D অনন্বয়ী অব্যয়

Solution

Correct Answer: Option B

‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ - এ বাক্যে কিন্তু অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচক সাধন করেছে । কিন্তু, বরং, অথচ শব্দগুলো সংকোচক অব্যয়।
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions