Solution
Correct Answer: Option D
গৌড়রাজা শশাঙ্কের মৃত্যুর পর ৬৩৭-৭৫০ খ্রি. (৭ম-৮ম শতক) পর্যন্ত প্রায় ১০০ বছর ইতিহাসে ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত। শাব্দিক অর্থে মাৎস্যন্যায় বলতে বড় মাছ কর্তৃক ছোট মাছ ধরে ধরে খেয়ে ফেলা বুঝালেও আভিধানিক অর্থে নৈরাজ্য, অরাজকতা বা বিশৃঙ্খলাপূর্ণ সামাজিক অবস্থাকে বোঝায়। প্রকৃতপক্ষে এ দীর্ঘদিন ছিল শাসনবিহীন সময়কাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সিংহাসনে আরোহণের পূর্ব পর্যন্ত এ অবস্থা বিরাজমান ছিল।