'কণ্ঠস্বর ' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

A সিকান্দার আবু জাফর

B আব্দুল্লাহ আবু সায়ীদ

C রফিক আজাদ

D আবদুল মান্নান সৈয়দ

Solution

Correct Answer: Option B

আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত সাহিত্য পত্রিকা 'কণ্ঠস্বর ' (১৯৬৫) প্রথম মাসিক ,পরবর্তীতে ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হয় । তবে মাঝেমধ্যে এটি অনিয়মিতভাবে প্রকাশিত হয় ।
এটিতে তৎকালীন সময়ের মুক্তিপ্রয়াসী লেখকদের সমাদর করা হতো৷  আবদুল মান্নান সৈয়দ ,আখতারুজ্জামান, ইলিয়াস, আসাদ চৌধুরী , নির্মলেন্দু গুন, আবুল হাসান, মহাদেব সাহা, রফিক আজাদ প্রমুখ সাহিত্যিক নিয়মিত এ পত্রিকায় লিখতেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions