নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না ।
A কর্মে শূন্য
B অপাদানে ৬ষ্ঠী
C করণে ৫মী
D করণে ৬ষ্ঠী
Solution
Correct Answer: Option D
নখের আঁচড় করণ কারক । কারন এখানে নখ আঁচড়ের যন্ত্র/সহায়ক/উপায় হিসেবে কাজ করছে /'এর' বিভক্তি থাকায় ৬ষ্ঠী বিভক্তি হবে ।