নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? ''কপোল'' ভাসিয়া গেল নয়নের জলে ।
A কর্মে শূন্য
B করণে ৩য়া
C অধিকরণে শূন্য
D কর্মে ২য়া
Solution
Correct Answer: Option A
‘কপোল’ এখানে কর্ম কারকে শূন্য বিভক্তি কারণ ক্রিয়াকে ‘কী’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কপোল পাওয়া যায়। কপোল অর্থ গাল বা গণ্ড।