স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন -
A সুনীল গঙ্গোপাধ্যায়
B এম আর আখতার মুকুল
C আব্দুল হান্নান
D আব্দুল গাফফার চৌধুরী
Solution
Correct Answer: Option B
- মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় "স্বাধীন বাংলা বেতারকেন্দ্র " ।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে।
- স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’।
- আর এখান থেকে "চরমপত্র " পাঠ করতেন এম আ আখতার মুকুল ।
- ১৯৭১ সালের ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি পাকিস্তান হানাদার বিমান বাহিনীর বোমা বর্ষণের স্বীকার হয়।