কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি -
A লোহা
B বাতাস
C পানি
D শূণ্যতায়
Solution
Correct Answer: Option A
- কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ।
- এরপর যথাক্রমে তরল ও বায়বীয় ।
- শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ ০ ।
- অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না ।