পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -

A ১৯৬১

B ১৯৫২

C ১৯৫০

D ১৯৫১

Solution

Correct Answer: Option C

ভূমি রাজস্ব সংক্রান্ত সমস্যাবলির সংস্কারের লক্ষ্যে শেরে বাংলা এ কে ফজলুল হক নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক সরকার ১৯৩৮ সালে স্যার ফ্রান্সিস ফ্লাউডকে প্রধান করে ফ্লাউড কমিশন গঠন করে। কমিশন ১৯৪০ সালের ২ মার্চ তার রিপোর্ট পেশ করে। রিপোর্টে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা তথা জমিদারি ব্যবস্থা বাতিল ও ভূমির উপর কৃষকদের অধিকার পুনস্থাপনের সুপারিশ করা হয়।
- তারই ফলশ্রুতিতে, ১৭৯৩ সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দবস্তের মাধ্যমের সৃষ্ট জমিদারি প্রথার নিগড় থেকে বাংলার কৃষকদের মুক্তির জন্য পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ আইন ও প্রজাস্বত্ব পায় ১৯৫০ সালে। 
- এই আইনের মাধ্যেমে ১৯৫১ সালের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাতিল হয়।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions