আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
A ২২ টাকা দরে
B ২০ টাকা দরে
C ১৮ টাকা দরে
D ১৫ টাকা দরে
Solution
Correct Answer: Option A
প্রথম ১৫ ডজনের ক্রয়মূল্য =(২১× ১৫) টাকা =৩১৫ টাকা
পরবর্তী ২০ " " =(২০×১৪) টাকা =২৮০ টাকা
∴ ৩৫ ডজনের ক্রয়মূল্য ৫৯৫ টাকা
∴ ১ " " ৫৯৫/৩৫ "
∴ ৫ টাকা লাভে বিক্রয়মূল্য (১৭+৫)=২২ টাকা