স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

A আখতারুজ্জামান ইলিয়াস

B আবদুল গাফফার চৌধুরী

C আবুল ফজল

D আলাউদ্দিন আল আজাদ

Solution

Correct Answer: Option B

- আবদুল গাফফার চৌধুরী গ্রন্থকার, কলাম লেখক।
তাঁর সম্পাদনা: বাংলাদেশ কথা কয় (১৯৭২),
- পলাশী থেকে ধানমণ্ডি (২০০৭)- 
তিনি "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে
মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। 
তার গ্রন্থতালিকা: 
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০),
- নাম না জানা ভোর (১৯৬২),
- নীল যমুনা (১৯৬৪),
- শেষ রজনীর চাঁদ (১৯৬৭),
- কৃষ্ণপক্ষ (১৯৫৯),
- সম্রাটের ছবি (১৯৫৯),
- সুন্দর হে সুন্দর (১৯৬০),
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions