কোনটি আবু ইসহাক রচিত একমাত্র নাটক? 

A জয়ধ্বনি

B ধন্যবাদ

C সংবাদ শেষাংশ

D নীল দর্পণ 

Solution

Correct Answer: Option A

আবু ইসহাক (১৯২৬-২০০৩): কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলো পঞ্চাশের মন্বন্তর,  এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে ১৯৭৯ সালে, যা বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র।
- পদ্মার পলিদ্বীপ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- জাল (তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থঃ
- 'হারেম (১৯৬২, 
- মহাপতঙ্গ (১৯৬৩)'।

তাঁর রচিত একমাত্র নাটকঃ
- জয়ধ্বনি

ছোটগল্পঃ জোঁক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions