ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল। হাসান ঘণ্টায় ৩ মাইল বেগে এবং শাহীন ঘণ্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার ১ ঘণ্টা পর শাহিন রংপুর থেকে রওনা হল। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে?

A ২৪

B ২১

C ২৩

D ২০

Solution

Correct Answer: Option A

১ ঘণ্টায় হাসানের অতিক্রান্ত দূরত্ব = ৩ মাইল
অবশিষ্ট দূরত্ব (৪৫-৩) মাইল
                      =৪২ মাইল
যেহেতু তারা পরস্পর বিপরীত দিক থেকে অগ্রসর হয় , তাই তাদের ১ ঘণ্টায় মোট অতিক্রান্ত দূরত্ব  (৪+৩) =৭ মাইল

অতএব ,শাহিন মোট হাঁটে ৪২/৭= ৬ ঘণ্টা
শাহিনের অতিক্রান্ত দূরত্ব =৬× ৪=২৪ ঘণ্টা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions