বাড়ি থেকে নদী দেখা যায় - কোন কারকে কোন বিভক্তি?

A অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

B অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি

C অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

D অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি

Solution

Correct Answer: Option B

ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া নিষ্পন্ন হয় , সে বিষয় , সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক । যেমন - বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যততই ' বাড়ি থেকে ' অংশটি অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions