দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ । আর শব্দের মধ্যে স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে মধ্যস্বর লোপ ।যেমন ঃ গামোছা >গামছা , সুবর্ণ > স্বর্ণ ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions