Solution
Correct Answer: Option C
সব ভাষার ব্যাকরণেরই সাধারণত চারটি বিষয়ের আলোচনা করা হয় -ধ্বনিতত্ত্ব ,শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব , বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব । সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় । ধ্বনির উচ্চারনের স্থান , ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস , ধ্বনিসংযোগ বা সন্ধি , ধ্বনির পরিবর্তন ও লোপ ,ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ।