‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ - বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণির অব্যয়?
Solution
Correct Answer: Option C
যে সব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় ,তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - কী সুন্দর প্রভাতের রুপ! এছাড়া স্বীকৃত , যন্ত্রণা প্রকাশে ,ঘৃণা বা বিরক্তি প্রকাশেএর সম্ভাবনায় ইত্যাদিতে
অনন্বয়ী অব্যয় ব্যবহৃত হয় ।