'আজকে নগত কালকে ধার ।' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
A কর্তায় ২য়া
B কর্মে ২য়া
C অপাদানে ২য়া
D অধিকরণে ২য়া
Solution
Correct Answer: Option D
ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আঁধারকে অধিকরণ কারক বলে। তাই ‘আজকে’ অধিকরণ কারক এবং (আজ + কে) কে বিভক্তি থাকায় উত্তর হবে অধিকরণে দ্বিতীয়া বিভক্তি।