‘যে বস্তি থেকে উৎখাত হয়েছে’ এক কথায় কী হবে?

A উদ্বাস্তু

B সর্বহারা

C বস্তিহীন

D কাঙ্গাল

Solution

Correct Answer: Option A

- যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই = যাযাবর।
- বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত = উদ্বাস্তু।
- জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আগামী ৫০বছরে সমুদ্রপৃষ্ঠের ৩ফুট বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী ভূমির ১৭ % শতাংশ পানির নিচে যাবে এবং ৩ কোটি মানুষ উদ্বাস্তু হবে।
 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions