- যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই = যাযাবর।
- বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত = উদ্বাস্তু।
- জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আগামী ৫০বছরে সমুদ্রপৃষ্ঠের ৩ফুট বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী ভূমির ১৭ % শতাংশ পানির নিচে যাবে এবং ৩ কোটি মানুষ উদ্বাস্তু হবে।