নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহারের’ প্রতিষ্ঠাতা কে?
A রাজা ধর্মপাল
B লক্ষণ সেন
C রাজা ধর্মসেন
D রাজা বিক্রমাদিত্য
Solution
Correct Answer: Option A
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার ,নির্মাণ করেন পাল বংশের শেষ রাজা ধর্মপাল । অষ্টম শতকের সেহসে দিকে এ বিহারটি নির্মাণ করা হয় ।