Solution
Correct Answer: Option D
CFC হল - ক্লোরোফ্লোরোকার্বন (chlorofluorocarbon) ।এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায় । এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ,মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতকে মারাত্মক ক্ষতি সাধন করে ।