CFC কি ক্ষতি করে?

A রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে

B বায়ুর তাপ কমিয়ে দেয়

C এসিড বৃষ্টিপাত ঘটায়

D ওজন স্তর ধ্বংস করে

Solution

Correct Answer: Option D

CFC হল - ক্লোরোফ্লোরোকার্বন (chlorofluorocarbon) ।এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তরে ফাটল দেখা যায় । এ ফাটল দিয়ে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ,মহাজাগতিক রশ্মি পৃথিবীতে সরাসরি চলে এসে জীবজগতকে মারাত্মক ক্ষতি সাধন করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions