A American Stable Code for Institutional Interchange
B American Standard Case for Institutional Interchange
C American Standard Code for Information Interchange
D American Standard code for Interchange Information
Solution
Correct Answer: Option C
-ASCII এর পূর্ণ রুপ American Standard Code for Information Interchange। এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
-অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত। যেমন A অক্ষরটির অ্যাসকি কোড 1000001। ASCII কোড দ্বারা 27 অর্থাৎ ১২৮ টি বিভিন্ন অংক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়।
-ASCII কোডের ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট এবং বামদিকের তিনটি বিটকে জোন বলা হয়। তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।
- এটি ১৯৫৬ সালে রবার্ট বিমার উদ্ভাবন করেন।