শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
A দিল্লি
B আগ্রা
C ইয়াঙ্গুন
D লাহোর
Solution
Correct Answer: Option C
২৯ মার্চ ১৮৫৭ ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় । ইংরেজ সরকার বিদ্রোহের পর ১৮৫৮ সালে মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনে নির্বাসন দেয় । তিনি নির্বাসন থাকা অবস্থায় মারা গেলে তাকে সেখানেই সমাহিত করা হয় ।