Correct Answer: Option D
জাপানে সর্বপ্রথম মুক্তা শিল্পের ধারণার সূত্রপাত ঘটে। মুক্তা উৎপাদনের জন্য তখন জাপান সাগরে হানসুর দক্ষিণ উপকূলকে বেছে নেয়া হয় কিন্তু দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মুক্তাচাষীরা বেশ বিপদে পড়ে যান। জাপানের Kokichi Mikimoto (ককিচি মিকিমটো, ১৮৫৪ ১৯৫৪)-কে মুক্তা শিল্পের স্থপতি বলে অভিহিত করা হয়। ১৮৯০ সালে টোকিওতে অনুষ্ঠিত শিল্পমেলায় চড়া দামে মুক্তা বিক্রি হচ্ছে দেখে Mikimoto এক ছোট দ্বীপে মুক্তা-ঝিনুক। চাষের উদ্যোগ নেন। দুবছর ব্যর্থ হলেন। তৃতীয় বছরে জোয়ারে তাঁর খামারের পুরোটাই ধ্বংস হয়ে গেল, কিছু ঝিনুক বেঁচে গিয়েছিল। ১৮৯৩ সালের ১১ই জুলাই তাঁর স্ত্রী Uma একটি মুক্তা-ঝিনুক খুলে ওর ভেতর মুক্তা দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েন। দিনটি ছিল মুক্তাচাষের ইতিহাসে সস্মরণীয় দিন। ১৮৯৬ সালে Mikimoto মুক্তাচাষের কৃতিত্ব (patent) লাভ করেন। টোকিওর Misaki Marine Biological Laboratory-র বিজ্ঞানী Tokichi Nishikawa প্রথম ব্যক্তি যিনি স্ফীতকায় কৃত্রিম মুক্তা উদ্ভাবনে সফল হয়েছিলেন।
সোর্সঃ বোর্ড বই
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions