লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে-
Solution
Correct Answer: Option C
স্রোতের অনুকূলে, সময় = { মোট দূরত্ব/(লঞ্চের বেগ+স্রোতের বেগ) }
= { ৩০/(১৫+৫) } = ৩০/২০ = ৩/২ ঘন্টা
স্রোতের প্রতিকূলে, সময় ={ মোট দূরত্ব/(লঞ্চের বেগ-স্রোতের বেগ) }
= {৩০/১৫-৫) } = ৩০/১০ = ৩
মোট সময় = {(৩/২)+৩} = {(৩+৬)/২} = ৯/২ = ৪.৫ ঘন্টা