“কালির দাগ দাও” বাক্যে “কালির” শব্দটির কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option C
-“কালির দাগ দাও” বাক্যে নিম্নরেখ শব্দটি করণে ষষ্ঠী বিভক্তি ।
-করণ শব্দটির অর্থ ঃ যন্ত্র , সহায়ক বা উপায় ।
-ক্রিয়া সম্পাদনের যন্ত্র , উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।