কোনো পরিবারে মজুত খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
A ২ জন
B ৪ জন
C ৬ জন
D ৮ জন
Solution
Correct Answer: Option A
১৮ দিন চলে ৪ জন সদস্যের
১ " " ৪×১৮ "
১২ " " {(৪×১৮)/১২} = ৬ জন
মেহমান এসেছিলো = ( ৬-৪) = ২ জন