ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
A নতুন শব্দ গঠন
B বাক্যে অলঙ্কার
C শব্দের মিলন
D ভাষা সংক্ষেপণ
Solution
Correct Answer: Option A
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন করা। যেমন - ' পৃথিবী ' শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয়ে ' পার্থিব ' শব্দটি গঠিত হয়েছে । শব্দের সাথে যেসব প্রত্যয়যোগে নতুন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে ।ক্রিয়া প্রকৃতির সাথে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে ।