একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
A ১৯৫ টাকা
B ২০০ টাকা
C ২১০ টাকা
D ২২০ টাকা
Solution
Correct Answer: Option B
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" ১ " " " (১০০/৯৫) "
" ১৯০ " " " {(১০০×১৯০)/৯৫} "
= ২০০ টাকা