এর্ভিন ইয়োহানেস অয়গেন রমেল (১৫ নভেম্বর ১৮৯১–ফেব্রুয়ারি ১০, ১৯৪৪), যিনি ইতিহাসে '
ডেজার্ট ফক্স' বা 'মরুভূমির শিয়াল' নামে খ্যাত, একজন জার্মান ফিল্ড মার্শাল।
২৪ অক্টোবর, ১৯১৭। আল্পসের কিনার ঘেঁষে বেড়ে ওঠা কাপোরেতো শহরের পাশেই অবস্থান নিয়েছে ইতালীয় বাহিনী।মাত্র ১৫০ জনের দল নিয়ে ইতালীয় বাহিনীর ৯ হাজার সেনাকে আত্মসমর্পণ করাতে বাধ্য করালেন ফার্স্ট লেফটেন্যান্ট এরউইন রোমেল, সাথে আটক করা হলো ৮১টি আর্টিলারি। বিনিময়ে রোমেল হারিয়েছেন মাত্র ৬ জনকে। ব্যাটল অফ কাপোরেতোতে যৌথ বাহিনীর ৭০ হাজার সেনার বিপরীতে ইতালীয়রা হারিয়েছে ৩ লক্ষাধিক সেনা! আর এর পেছনে সবচেয়ে বড় অবদান যার, সেই রোমেলকে দেওয়া হলো সম্মানসূচক ‘পৌর লে মেরিট’ পদক।