বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
A বিষুব রেখা
B মকর রেখা
C কর্কট রেখা
D দ্রাঘিমা রেখা
Solution
Correct Answer: Option C
- কর্কট রেখা হল পৃথিবীর নিরক্ষরেখার উত্তরে অবস্থিত ২৩.৫° উত্তর অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এই রেখাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে।
- পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী রেখাকে দাঘ্রিমা রেখা বলে ।
- নিরক্ষরেখা বা বিষুবরেখার ২৩.৫ ⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে ।