দুটি সংখ্যার অনুপাত ৫ঃ ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
Solution
Correct Answer: Option A
ধরি , সংখ্যা দুটি ৫x ও ৭x
∴ ৫x ও ৭x এর গ সা গু =x
প্রশ্নমতে , x = ৬
∴ সংখ্যা দুটি যথাক্রমে ৫x = ৫×৬ =৩০
৭x = ৭×৬ =৪২
এখন , ৩০ ও ৪২ এর ল সা গু =২১০
সুতরাং সংখ্যা দুটির ল সা গু =২১০