একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
ধরি , ছাত্রসংখ্যা =x জন
১ জন ছাত্র দেয় =x জন
∴x " " " (x×x) টাকা =x²
শর্তমতে , x²= ৬৫৬১
∴x=৮১
∴ শ্রেণীতে মোট ৮১ জন ছাত্র ছিল ।