বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
Solution
Correct Answer: Option C
ধরি , বৃত্তের ব্যাস =২r ; ব্যাসার্ধ = r
এবং ক্ষেত্রফল = πr²
বৃত্তের ব্যাস তিন গুন বৃদ্ধি করলে ব্যাস হয় =৬ r এবং ব্যাসার্ধ হয় = ৩ r
পরিবর্তিত বৃত্তের ক্ষেত্রফল =π(৩r)² =৯πr²
=৯× প্রথম বৃত্তের ক্ষেত্রফল