Solution
Correct Answer: Option A
⇒ সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস (Carolus Linnaeus)-কে আধুনিক শ্রেণিবিদ্যা বা Taxonomy-এর জনক বলা হয়।
⇒ তিনি ১৭৩৫ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘Systema Naturae’ প্রকাশ করেন, যেখানে তিনি জীবজগতের শ্রেণিবিন্যাসের একটি সুশৃঙ্খল কাঠামো দাঁড় করান।
⇒ লিনিয়াসই সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) প্রথা প্রবর্তন করেন, যার মাধ্যমে গণ (Genus) ও প্রজাতি (Species) ব্যবহার করে প্রতিটি জীবের একটি অনন্য বৈজ্ঞানিক নাম দেওয়া হয় (যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens)।