Solution
Correct Answer: Option D
- রে টমলিসন (Ray Tomlinson) ১৯৭১ সালে প্রথমবারের মতো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বার্তা পাঠানোর ব্যবস্থা তৈরি করেন।
- তিনি ই-মেইলের ঠিকানায় @ (at sign) ব্যবহার শুরু করেন, যা আজও ই-মেইল ঠিকানায় ব্যবহৃত হচ্ছে।
- এজন্য তাকেই "ই-মেইলের জনক" বলা হয়।