Solution
Correct Answer: Option A
- ল্যারি পেজ (Larry Page) এবং সার্গেই ব্রিন (Sergey Brin) যৌথভাবে গুগল প্রতিষ্ঠা করেন।
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন তাঁরা এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন।
- গুগল আনুষ্ঠানিকভাবে ১৯৯৮ সালের ৪ঠা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- অপশনে থাকা সুন্দর পিচাই গুগলের বর্তমান সিইও (CEO) এবং এরিক শমিট এর প্রাক্তন সিইও ছিলেন।