১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা গুলো থেকে একটি সংখ্যাকে দৈবক্রমে উঠালে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?

A ১/৩০

B ৭/৩০

C ৬/৩০

D ৮/৩০

Solution

Correct Answer: Option B

১ থেকে ৩০ পর্যন্ত মোট সংখ্যা ৩০ টি এবং
৪ দ্বারা বিভাজ্য সংখ্যা ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮ মোট ৭ টি।
৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা ৭/৩০।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions