A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৫ ও ১/৪। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্নয়ের সম্ভাব্যতা কত?
Solution
Correct Answer: Option D
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা (১-১/৫) বা ৪/৫
B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা (১-১/৪) বা ৩/৪
A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা ৪/৫ x ৩/৪ বা ৩/৫
A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা (১-৩/৫) বা ২/৫